07 January 2025

BY- Aajtak Bangla

কাপড়ে 'চ্যুইংগাম' সেঁটে গেলে কীকরে তুলবেন? ৫ হ্যাকসে সেকেন্ডে সমাধান

কাপড়ে চ্যুইংগাম আটকে যাওয়ার সমস্যা কাউকে না কাউকে পড়তে হয়।

জামায় একবার চ্যুইংগাম আটকে গেলে তা তোলা কষ্টসাধ্য কাজ। এক তো ধরতে ঘেন্না লাগে, দুই জলে ধুলে কোনওভাবেই ওঠে না। ফলে নষ্ট হয়ে যেতে পারে প্রিয় পোশাকটি। তবে চিন্তার কারণ নেই। 

দুষ্টু ছেলেমেয়েরা অনেকসময়ই গাড়ি, বাসের সিটে চ্যুইংগাম খেয়ে আটকে রাখে। সেই সিটে কেউ না দেখে বসলে কেলেঙ্কারি কাণ্ড! চ্যুইংগাম সেঁটে গেলে তা আর ছাড়ানো যায় না।

কয়েকটি উপায় জানা থাকলে পোশাক অক্ষত রেখেই চ্যুইংগাম তুলে ফেলতে পারবেন।

চ্যুইংগাম লাগা কাপড় এমনভাবে ভাঁজ করবেন যাতে চ্যুইংগামের অংশ ওপরের দিকে থাকে। এরপর পাতলা প্লাস্টিকের ব্যাগে কাপড় ভরে ফ্রিজে রেখে দিন। এক ঘণ্টা পর বের করে দেখবেন চ্যুইংগাম শক্ত হয়ে গেছে। তখন ধারালো কিছু দিয়ে তুলে ফেলুন।

চ্যুইংগাম গরম ভিনেগারে কাপড় ডুবিয়ে রেখে, কয়েক মিনিট পর টুথব্রাশ দিয়ে তুলে ফেলুন। আয়রন করলেও কাপড়ের চুইংগাম উঠে যাবে। 

কাপড় গরম জলে ডুবিয়ে রাখার এক মিনিট পর ছুরি দিয়ে চ্যুইংগাম তুলে ফেলতে পারবেন।

কেটলি অথবা ফুটন্ত জলের পাত্রের ওপর কাপড়ের চ্যুইংগাম লাগা অংশ ধরে রাখুন, তা নরম হয়ে যাব। সহজে তুলে ফেলতে পারবেন।

চ্যুইংগাম কাপড়ে লেগে থাকলে পিনাট বাটার লাগালেও উঠে যাবে। তারপর কাপড় ধুইয়ে ফেলুন। চ্যুইংগামের ওপর হেয়ার স্প্রে ছিটিয়ে দিলেও সঙ্গে সঙ্গে উঠে যায়।