BY- Aajtak Bangla
5 DECEMBER, 2025
বাড়িতে অতিথি এলেই চা বিস্কুট খাওয়ানো একটি রীতি।
চায়ের জন্য ভাল কাপ প্লেটের সেট রাখা থাকে অনেক বাড়িতে। তবে ব্যবহার করতে করতে ছোপ পরে যাচ্ছে।
কীভাবে তুলবেন এই নাছোড় দাগ? রইল টিপস...
চা কফির দাগ তুলতে গরম জলে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। গরম জলে বাসন মাজার সাবান মিশিয়ে নিন।
ভিনিগার দিয়ে পরিষ্কার করলে খুব সুন্দর ঝকঝকে হয়। জলে এক চামচ ভিনিগার দিয়ে কাপ প্লেটগুলো দিয়ে দিন। গ্যাসের বসিয়এ আঁচ সিমে রাখুন।
সপ্তাহে এক দিন চায়ের কাপ, ডিশ, কফি কাপকে ডিটারজেন্টে ভিজিয়ে রাখুন। তারপর ভালে করে ঘষে নিন। এতে কাপ চকচকে থাকবে অনেকদিন।
কাপ থেকে চা-কফির দাগ তুলতে ব্যবহার করুন হাইড্রোজেন পারঅক্সাইড। এটা দিয়ে মেজে নিয়ে কয়েক মিনিট রেখে কাপ ধুয়ে ফেলুন। সব দাগ উঠে যাবে।
বেকিং সোডার সঙ্গে ভিনিগার মিশিয়ে আর তার সঙ্গে একটু গুড়ো সাবান মিলিয়ে ভাল করে মেজে, গরম জলে ধুয়ে ফেলুন। সব দাগ উধাও হয়ে যাবে।