BY- Aajtak Bangla
12 FEB 2025
চোখের তলায় অনেকেরই কালি পড়ে। যা ডার্ক সার্কল নামে পরিচিত।
নানা কারণে ডার্ক সার্কল হয়। ক্লান্তি, ঘুম কম, দুশ্চিন্তা, এসবের কারণে চোখের তলায় কালি পড়ে।
ডার্ক সার্কল পড়লে অনেকেই সমস্যায় পড়েন। মেকআফ দিয়ে ঢাকার চেষ্টা করেন।
ঘরোয়া উপায়ে সহজেই চোখের তলার কালি দূর করতে পারবেন। লাগবে এই ব্যাগ।
বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত ঘুম খুব দরকার। পর্যাপ্ত ঘুমোলে চোখের তলার কালি দূর হবে।
চোখের তলার কালি দূর করে বরফ। কাপড়ে কয়েক টুকরো বরফ বেঁধে চোকের চারপাশে সেঁক দিলে কালি উঠে যায়। ।
চোখের উপর ঠান্ডা চায়ের ব্যাগ কিছুক্ষণ ঝুলিয়ে নিন। তা হলে কালি উঠবে। ।
চায়ে ক্যাফিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এতে রক্ত চলাচল ভাল হয়। চোখের উপর ঠান্ডা চায়ের ব্যাগ রাখলে উপকার পাওয়া যায়।