BY- Aajtak Bangla

বগলের কালো দাগ তুলবেন কী করে? পার্লার দিদি জানালেন 'সিক্রেট'

6th Ocyober, 2024

নিয়মিত রেজার কিংবা বাজারচলতি ক্রিম ব্যবহার করে বগলের লোম তুললে ত্বকের উপর কালো দাগ পড়ে।

সহজে সেই দাগ উঠতেও চায় না। হাতকাটা কোনও পোশাক পরতে গেলেই সেই দাগ কিন্তু শত্রু হয়ে উঠতে পারে আপনার সাজের।

তাই ঘরোয়া কিছু উপায়েই জেনে নিন বগলের কালো দাগ দূর করবেন কীভাবে।

লেবুকে প্রাকৃতিক ব্লিচ বলা যেতেই পারে। অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর লেবু নাছোড় দাগ সরাতে দারুণ কাজে আসে। শেভিংয়ের পর বগলের কালো দাগ দূর করতে প্রতি দিন স্নানের সময় পাতিলেবু লাগান।

আরও ভাল ও দ্রুত ফল পেতে লেবুর সঙ্গে চিনিও ব্যবহার করতে পারেন। এতেই মুশকিল আসান হবে।

এ ক্ষেত্রে অলিভ অয়েলের সঙ্গে কিছুটা ব্রাউন সুগার মিশিয়ে ব্যবহার করতে পারেন। সপ্তাহে তিন দিন এই মিশ্রণ বগলে লাগালে সহজেই মুক্তি পাবেন দাগছোপের সমস্যা থেকে।

কয়েক ফালি আলু বেটে তার রস বার করে তাতে ভিনিগার মিশিয়ে নিন। এ বার সেই মিশ্রণ লাগিয়ে রাখুন বগলে। শেভিংয়ের পরে তো বটেই, নিয়ম করে সপ্তাহে তিন দিন এই রস লাগান বগলে। কালো দাগ গায়েব হবে সহজেই।

এক চামচ বেকিং সোডা নিয়ে তাতে গোলাপ জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। দাগছোপ দূর করতে, মিশ্রণটি সপ্তাহে দু’থেকে তিন বার বগলে লাগাতে পারেন। মিনিট পাঁচেকের বেশি রাখবেন না যেন।

নারকেল তেল দিয়ে ১০-১৫ মিনিট বগলে ম্যাসাজ করলেও ফল পাওয়া যায়। তবে নিয়মিত করতে হবে।