14 MARCH 2025
BY- Aajtak Bangla
অফিসের জন্য সেজেগুজে বেরিয়েছেন, রাস্তা দিয়ে সুন্দর হেঁটে যাচ্ছেন এমন সময় কুকুরের পায়খানায় পা লেগে গেল! কী ভয়ঙ্কর জ্বালা বলুন তো।
কুকুরের গুয়ে তীব্র দুর্গন্ধ। এভাবে অফিস কেন, দু'পা এগোতে পারবেন না। গেলেই মুর্চ্ছা যাবেন। গেলেই মুর্চ্ছা যাবেন।
এই অবস্থায় কেউই বুঝতে পারেন না কী করবেন। কেউ রাস্তায় পা ঘষতে থাকেন, কেউ জল খোঁজেন।
কুকুরের গুয়ে পা লাগলে শুধু ঝঞ্ঝাটই নয়, এটি সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকিও ডেকে আনে। এতে ক্ষতিকর ব্যাকটেরিয়া যেমন- ই. কোলাই এবং হুকওয়ার্ম এবং রাউন্ডওয়ার্মের মতো পরজীবী থাকতে পারে।
এই জীবাণুগুলি সংক্রমণ এবং অসুস্থতার কারণ হতে পারে যদি এটি ত্বকের সংস্পর্শে আসে।
তাই কীকরে জুতোতে তীব্র দুর্গন্ধ হওয়া থেকে বাঁচাবেন দেখে নিন।
আপনার জুতো থেকে যতটা সম্ভব মল বের করতে কোনও লাঠি, গাছের শক্ত ডালের সাহায্য নিন।
এরপর জোরে কল চালিয়ে জলের নীচে জুতো ধুয়ে ফেলুন। জলের তোড়ে কুকুরের গু ধুইয়ে যাবে।
বাড়িতে থাকলে পুরানো টুথব্রাশ বা জুতার ব্রাশ ব্যবহার করুন সাবান দিয়ে জুতোর তলা ঘষুন।
জীবাণুনাশক স্প্রে ব্যবহার করুন অবশিষ্ট ব্যাকটেরিয়া মেরে ফেলুন এবং গন্ধ দূর করুন।
বাড়িতে থাকলে লেবুর রস বা ভিনিগার দিলে কুকুরের মলের গন্ধ দূর হবে।