BY- Aajtak Bangla

কানে খোলের পাহাড়? শুধু দিন কয়েক ফোঁটা, গলগল করে বেরোবে পচা ময়লা

9 July  2024

 আমাদের শরীরে বিভিন্ন অঙ্গের মধ্যে অত্যন্ত সেন্সেটিভ অঙ্গ হল কান। 

অনেক সময়ই কানের মধ্যে নোংরা জমে যায়। জমতে জমতে স্তূপ হয়ে যায়। যা কানের খোল নামে পরিচিত।

কানের খোল পরিষ্কার না করলে গুরুতর সমস্যা হতে পারে।

দীর্ঘদিন ধরে কানে খোল জমে থাকলে ব্যথা এবং যন্ত্রণা হতে পারে।

ঘরে সহজেই কানের খোল পরিষ্কার করতে পারবেন। কীভাবে? . .

সর্ষের তেল হাল্কা গরম করে ড্রপারে ভরে কয়েক ফোঁটা কানে দিন। এতে সহজেই কানের খোল বেরিয়ে আসবে।    . .

ড্রপারে করে গ্লিসারিন নিয়ে কয়েক ফোঁটা কানে দিলে খোল বেরিয়ে আসবে সহজে।

তাছাড়া কয়েক ফোঁটা বেকিং সোডা জলে গুলে কানে দিলে খোল পরিষ্কার হবে।

কানে খোল জমে ব্যথা হলে অবহেলা করবেন না। চিকিৎসকের পরামর্শ নিন।