1 3 AUGUST 2025

BY- Aajtak Bangla

কানের শুকনো ময়লা বের করার নিনজা টেকনিক শিখুন, আর খোঁচাতে হবে না

কান থেকে খুঁচিয়ে ময়লা বের করতে হবে না। তার থেকে সহজ আর নিরাপদ টেকনিক শিখুন।

কানে ময়লা জমা খুব সাধারণ বিষয়। তবে কানের পরিচ্ছন্নতার দিকে মনোযোগ না দিলে বিপজ্জনক প্রমাণিত হতে পারে।

যদি পরিষ্কার করার সঠিক ও সহজ উপায় না জানেন তবে কানের ক্ষতি হতে পারে। তাই কান পরিষ্কারের কিছু টিপস জেনে রাখুন। তাও কানের ক্ষতি না করে।

তেলের ব্যবহার কানের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়। এ জন্য কিছু সরষে, বাদাম বা নারকেল তেল গরম করে রাতে কানে লাগিয়ে কয়েক মিনিট রেখে দিতে পারেন। 

এতে কানের ময়লা গলে সহজেই বেরিয়ে আসবে।

এছাড়া কয়েক ফোঁটা অ্যাপেল সাইডার ভিনেগার জলে গুলে দিলে পাতলা করে কানে লাগাতে পারেন। কিছুক্ষণ রাখার পর ইয়ার বাড দিয়ে সহজেই কান পরিষ্কার হয়ে যাবে। এতে কান পরিষ্কার হয়ে যাবে।

কানের ময়লা পরিষ্কার করতে বেবি অয়েলও ব্যবহার করা যেতে পারে। এটির কয়েক ফোঁটা আপনার কানে তুলো দিয়ে বন্ধ করে রাখুন। 

এর ৫ মিনিট পরে তুলো সরিয়ে ফেলুন। কানের ময়লা নিজে থেকেই বেরিয়ে আসবে।