BY- Aajtak Bangla
27 SEPTEMBER, 2024
বর্ষার এই বৃষ্টি অনেক স্বস্তি দিলেও, কিছু ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায়। বর্ষাকাল আসতেই পোকামাকড়ের উপদ্রব অনেক বেড়ে যায়, যার মধ্যে কেঁচোর সমস্যাও অন্যতম।
পিচ্ছিল ধরনের এই পোকা মাটিতে গর্ত খুঁড়ে বাস করে। তবে ঘরে আসে অনেক সময়। বিশেষত রান্নাঘর বা বাথরুমে কেঁচোর আনাগোনা বেশি।
বর্ষাকালই এদের সবচেয়ে অনুকূল সময়। জানুন কীভাবে কেঁচোর হাত থেকে রেহাই পাবেন। রইল ঘরোয়া টোটকা।
কেঁচোর সমস্যা থেকে মুক্তি পেতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। বাথরুম, সিঙ্ক, বেসিন, বাড়ির সমস্ত ড্রেনে ২- ৩ চামচ বেকিং সোডা লাগিয়ে, কিছুক্ষণ পরে জায়গাটি পরিষ্কার করুন।
কেঁচো তাড়াতে সাদা ভিনিগার ব্যবহার করতে পারেন। ২ লিটার জলে ২ কাপ সাদা ভিনিগার মিশিয়ে, যে সব স্থানে বেশি আনাগোনা, সেখানে ঢেলে দিন। সপ্তাহে ২ বার ব্যবহার করুন।
ড্রেনেজ পাইপে সামান্য বাথরুম ক্লিনার লাগিয়ে, জল মিশিয়ে পরিষ্কার করুন। ঘরে আর কেঁচো ঢুকবে না।
কেঁচো মারার জন্যই বোরিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। ভেজা জায়গায়, ঘরের অন্ধকার কোণে, বাগানে ছড়িয়ে দিন বোরিক অ্যাসিড। দূরে পালাবে কেঁচো।
কেঁচো সাধারণত ভিজে জায়গাতেই বেশি থাকে। তাই ঘর যাতে আর্দ্র ও স্যাঁতসেঁতে না হয়, সেদিকে খেয়াল রাখুন। ঘরে ভাল করে রোদ আসা এবং বাতাস চলাচল হওয়া জরুরি।
বর্ষায় কেঁচোর উপদ্রব কমাতে, সর্বত্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি। প্রতিদিন সিঙ্ক, বেসিন ও বাথরুম ব্যবহার করার পর, সেগুলি ভালভাবে পরিষ্কার করে শুকিয়ে নিন।