BY- Aajtak Bangla

ওয়্যাক্স করাতে হবে না, ১টা ফিটকিরি দিয়েই তুলুন লোম, কীভাবে, জানুন

22 FEB 2025

 শরীরে অবাঞ্ছিত লোম তুলতে মহিলারা সাধারণত ওয়্যাক্স করান। অনেক মহিলার মুখেও লোম থাকে।

তবে মুখের লোম তুলতে ওয়্যাক্স করালে চামড়া ঝুলে যেতে পারে।

তাই বিশেষজ্ঞদের মতে, মুখের লোম তুলতে ঘরোয়া এই পদ্ধতি বেস্ট অপশন। এজন্য লাগবে ফিটকিরি।

একটি পাত্রে ফিটকিরি, গোলাপ জল সমান পরিমাণে মিশিয়ে মুখে লাগান।

১৫ মিনিট পর ভিজে তোয়ালে দিয়ে ঘষে মুখের লোম তুলুন। তারপরে ময়শ্চরাইজার মেখে নিন। . .

এছাড়া একটি পাত্রে ফিটকিরি গুঁড়ো, হলুদ মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর ভিজে তোয়ালে দিয়ে ঘষে তুলে ফেলুন। . .

ফিটকিরি গুঁড়োর সঙ্গে মধু মিশিয়ে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন।   . .

 তারপরে শুকনো হয়ে এলে হাত দিয়ে ঘষলেও মুখের লোম উঠে যাবে।