25 OCT, 2024

BY- Aajtak Bangla

গলায় মাছের কাঁটা আটকালে কীভাবে বের করবেন? জানুন সহজ ট্রিকস

রোজ পাতে মাছ থাকে না, এমন বাঙালি কমই আছে।

আর মাছ খেলে কাঁটা বিঁধতে পারে গলায়, সেটা খুব স্বাভাবিক। 

কীভাবে গলা থেকে মাছের কাঁটা বের করবেন? রইল টিপস।

যদি ছোটো মাছের কাঁটা হয়, তাহলে এক দলা শুকনো ভাত খেতে পারেন। 

অল্প গরম জলে লেবুর রস মিশিয়ে খান, লেবুর অ্যাসিড কাঁটা নামিয়ে দেয়। 

গোটা পাকা কলা খান, তাহলে মোটা কাঁটা হলেও নেমে যাবে। 

জলের সঙ্গে ভিনিগার মিশিয়ে খান, কাঁটা পেটে চলে যাবে। 

গলায় কাঁটা বিঁধলে দেরি না করে অল্প অলিভ অয়েল খেয়ে নিন। 

 জলে নুন মেশিয়ে নিন, গলায় বিঁধে থাকা মাছের কাঁটা সহজেই নেমে যাবে।