16 November, 2023

BY- Aajtak Bangla

গলায় মাছের কাঁটা?  এই ৫ টোটকায় নেমে যাবে এক সেকেন্ডে 

কথাতেই আছে মাছে-ভাতে বাঙালি। 

বেলায় ভাতের সঙ্গে মাছ না হলে চলে না। মাছ খেতে ভয় পান অনেকে।

মাছ খেতে গেলে বিপদ! তাড়াহুড়োর কারণে মাছের কাঁটা বাছার ভয়ে খেতে চান না।

গলায় মাছের কাঁটা বিঁধলে ভয়ের কিছু নেই। ঘরোয়া উপায়ে কাঁটা দূর করুন।

ঘরোয়া উপায়ে কীভাবে মাছের কাঁটা দূর করবেন, জেনে নিন

ঠান্ডা জল, ভাতের দলা মুখে দিয়ে গিলে নিন। কাঁটা নেমে যাবে।

জলে নুন দিয়ে মিশিয়ে নিন। নুন জল তাড়াতাড়ি খেলে কাঁটা নেমে যায়।

জলের সঙ্গে ভিনেগার মিশিয়ে নিন। ভিনেগার গলায় বিঁধে থাকলে কাঁটা সহজেই নরম হয়।

গলায় কাঁটা বিঁধলে দেরি না করে অলিভ অলিভ অয়েল খেয়ে নিন। অলিভ অয়েল বেশি পিচ্ছিল। গলা থেকে কাঁটা নেমে যাবে। সহজেই।

গলায় কাঁটা আটকালে হালকা গরম জলে একটু লেবু চিপে নিয়ে খান। লেবুর অ্যাসিডিক গুণ কাঁটাকে নরম করে।