05 AUGUST 2025

BY- Aajtak Bangla

চশমার জেদি দাগ নাকে বসে গেছে? এই উপায়ে ঘষাঘষি ছাড়াই ওঠান

দিনের পর দিন চশমা পরতে পরতে নাকের পাশে জেদি দাগ বসে যায়।

এই দাগ একেবার বসে গেলে কিছুতেই তোলা যায় না। তবে ঘরোয়া টোটকায় এই দাগ তোলা খুব সহজ।

বাড়িতেই কিছু সহজ টোটকা করে  নিতে পারেন।

আলু থেঁতো রস বের করে নাকের দু’পাশে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। রোজ এটি করলে এক সপ্তাহেই দাগ দূর হবে।

আমন্ড ওয়েল নাকের দু’পাশে লাগালেও কালচে দাগ দূর হয়। প্রতি দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে কয়েক ফোঁটা তেল দাগে লাগালে ফল পাবেন।

অ্যালোভেরা জেল লাগালেও ভালো ফল পাবেন। রোজ রাতে লাগাতে হবে।

পাতিলেবুর রসও ব্লিচিং এজেন্ট হিসেবে খুবই ভালো। পাতিলেবুর রস চশমার দাগের উপর লাগিয়ে ১০ মিনিট রেখে ভালো করে ধুয়ে ফেলবেন। 

অল্প মধুও মেশাতে পারেন। নিয়মিত এটি করলে বিশ্রী জেদী দাগ উঠতে বাধ্য।