BY- Aajtak Bangla
28 February, 2024
টমেটো সস আমাদের খুবই প্রিয়, বিভিন্ন ফাস্ট ফুডে আমরা এই সস খাই।
কিন্তু অনেকক্ষেত্রেই খাওয়ার সময় ভুলবশত আমাদের জামাকাপড়ে পড়ে যায় এই সস।
যার দাগ তুলতে অনেক কষ্ট করতে হয়, অনেকসময় দাগ ওঠেই না।
তাই চলুন আজ জানিয়ে দিই কীভাবে দূর করবেন এই দাগ, রইল কিছু উপায়।
যে জায়গায় কেচাপ পড়বে তা তুলতে ন্যাপকিন বা তোয়ালে ব্যবহার করুন।
যত দ্রুত সম্ভব জায়গাটি জল দিয়ে ধুয়ে নিন, বেশি দেরি করবেন না।
এছাড়াও, ডিটারজেন্ট লাগিয়ে মিনিট দশেক রেখে দিন কাপড়টি।
এরপর ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিলেই দাগ উঠে যাবে।
যদি দাগ না যায় তাহলে আবার ডিটারজেন্ট দিয়ে ঘষে কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখুন।