6th July, 2024
BY- Aajtak Bangla
বাড়িতে চিকেন-মাটন আনলে তা ধোওয়ার পরই রান্না করা হয়।
আর চিকেন-মাটন ধোওয়ার পর হাত থেকে কিছুতেই যেতে চায় না আঁশটে গন্ধ।
তাই হাত থেকে মাংসের গন্ধ দূর করতে এই টিপস মেনে চলতে পারেন।
জল দিয়ে ভাল করে হাত ধুয়ে হাতে হলুদ মাখিয়ে নিতে পারেন। হলুদ হাতের গন্ধ খুব দ্রুত দূর করবে।
এরপর হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে যে কোনও ক্রিম মেখে নিন।
তাহলে শিখে নিন ছাতুর সরবত কীভাবে বানাবেন সেই বিশেষ মশলাটি দিয়ে।
লেবুও গন্ধ দূর করতে বেশ কার্যকর। এক টুকরা লেবু হাতে ভালোভাবে ঘষে নিলে উপকার পাওয়া যাবে।
উপকরণ গুঁড়ো দুধ, বেকিং সোডা, চিনি, এলাচ, ঘি।
সর্ষের তেল হাতে মেখে নিলেও এটা হাত থেকে গন্ধ দূর করতে সহায়তা করবে।
হাতের তালুতে খানিকটা নুন নিয়ে সামান্য জল দিয়ে দুহাতে ঘষে নিতে হবে। ভালোভাবে হাতের দুপাশেই ঘষা হলে জল দিয়ে ধুয়ে ফেলুন। চাইলে নুনের সঙ্গে দুই ফোঁটা পছন্দসই এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন।
অল্প পরিমাণ মাউথ ওয়াশ হাতে নিয়ে ভালোভাবে ঘষে কিছুক্ষণ অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।