2nd April, 2025

BY- Aajtak Bangla

হাত থেকে মেহেন্দি ওঠাবেন কী করে? রইল ৫টি জব্বর টিপস

ইদ হোক বা কোনও বিয়ের অনুষ্ঠান এখন অনেকেই হাতে মেহেন্দি পরে থাকে।

কিন্তু সেই মেহেন্দি যখন ফিকে হয়ে যায়, তখন সেটা দেখতে বেশ খারাপ লাগে।

এরকম অবস্থায় সেই মেহেন্দি উঠিয়ে নেওয়াই ভাল।

আবার অনেক কাজের জায়গাতেও মেহেন্দি  পরে যাওয়ার নিয়ম নেই। তাই জেনে নিন মেহেন্দি তোলার ৫ টিপস।

তিন টেবিল চামচ বেকিং সোডা ও কয়েক ফোঁটা লেবুর রস একসঙ্গে মেশান। মিশ্রণটি হাতের তালুতে নিয়ে ভালো করে ঘষুন। ১০ মিনিট পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন হাত।

মেহেন্দি পরা হাতে টুথপেস্ট ঘষে নিন। ভেজা কাপড় দিয়ে হাত ধুয়ে নিন। দিনে দুবার করলেই মেহেন্দি উঠে যাবে।

আলুর রস হাতের তালুতে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

লেবু স্লাইস করে ম্যাসাজ করুন ত্বকে। লেবুতে থাকা ব্লিচিং উপাদান মেহেন্দির রঙ দ্রুত দূর করতে সহায়তা করে।

আধা কাপ লবণ কুসুম গরম জলে মিশিয়ে ২০ মিনিট হাত ডুবিয়ে রাখুন। এটা বেশ কয়েকবার করলে মেহেন্দি উঠে যাবে।