5th February, 2025

BY- Aajtak Bangla

রাতারাতি কমবে লাল টসটসে ব্রণ, কাজে দেবে রান্নাঘরের মশলা

মেয়েদের মুখের সৌন্দর্য অনেকাংশেই কমিয়ে দেয় ব্রণ।

কপালে, গালে মুখের যে কোনও জায়গাতেই এই ব্রণ হতে পারে।

আর তাই যাদের ব্রণ আছে তারা এটি থেকে মুক্তির উপায় খোঁজেন। কারণ এটি ত্বকে ক্ষত ও দাগ সৃষ্টি করতে পারে।

এই ব্রণ কমাতে কার্যকরী ভূমিকা পালন করে আদা।

আদায় আছে অ্যান্টি-ইনফ্লেমেটরি যৌগ। যা ত্বকের প্রদাহ, জ্বালাভাব কমাতে সাহায্য করে।

আদায় উচ্চ পরিমাণে জিঞ্জেরল রয়েছে। এই বায়োঅ্যাক্টিভ যৌগই ব্রণ-প্রবণ ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে।

এছাড়া ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে আদার অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদানগুলো।

হজমজনিত সমস্যা দূর করে আদা। এটি লিভারে জমে থাকা টক্সিন বের করে দেয়।

তাই পেটের সমস্যার জন্য যদি ব্রণ হয়, সেটিও কমে যাবে আদার রস খেয়ে। 

দু’ইঞ্চি আদা নিয়ে খোসা ছাড়িয়ে নিন। ব্লেন্ডারে আদা পেস্ট করে এর রস বের করে নিন। এবার এই আদার রসে ২-৩ চামচ জল, ১ চামচ লেবুর রস, এক চিমটি হলুদ গুঁড়ো ও মধু মিশিয়ে নিন।

সকালে খালি পেটে এই আদার শট পান করুন। এতেই ব্রণ ও ত্বকের অন্যান্য সমস্যা কমবে।