BY- Aajtak Bangla

চশমা পরে নাকের পাশে দাগ হচ্ছে? সমাধান হবে এই টোটকায় 

20 APRIL, 2024

বর্তমানে চোখের সমস্যার জন্য অনেককেই চশমা পরতে হয়

মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার বা টিভির স্ক্রিনে অতিরিক্ত ব্যবহারের কারণে চশমা বেশীরভাগ মানুষের আছে। 

চোখ ভাল রাখতে অনেকটা বাধ্য হয়েই চশমাকে জীবনের সঙ্গী করে নিতে হয়। 

দীর্ঘদিন চশমা পরে থাকতে থাকতে নাকের দুই পাশে দাগ হয়ে যায়। কিন্তু কোনও উপায় থাকে না এর থেকে বাঁচার। 

কিছু ঘরোয়া টোটকায় এই সমস্যার সমাধান হতে পারে। দাগ নির্মূল করতে কী কী পদক্ষেপ নেবেন, জানুন। 

আলু ছোট ছোট করে কেটে, থেঁতো করে রস বের করে নিন। এই রস নাকের পাশে লাগান, ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। 

কাঠবাদামের তেল এই দাগ তুলতে সাহায্য করে। রাতে ঘুমানোর আগে এক মাস লাগান।

অ্যালোভেরা জেল অব্যর্থ ফল দেয় এই সমস্যায়। বাড়ির অ্যালোভেরা গাছ থেকে এই জেল তৈরি করে নিতে পারবেন। 

মধু যে কোনও ক্ষত সারাতে খুবই কার্যকরী। নাকের পাশের দাগ কমাতে মধু লাগান। 

 শসা কেটে নাকের পাশে লাগান। দাগ ধীরে ধীরে মিলিয়ে যাবে।