03 Dec, 2024

BY- Aajtak Bangla

নতুন পোশাকে খাবার ফেলেছেন? এভাবে তুললে দাগ বোঝাই যাবে না

বিয়েবাড়ি হোক কিংবা রেস্তোরাঁয়। সেজেগুজে খেতে গিয়ে অনেক সময়ে ভাল পোশাকে খাবার পড়ে যায়। 

পোশাকের রং সাদা হোক কিংবা গোলাপি, মাংসের ঝোল পড়লে মনখারাপ হওয়া স্বাভাবিক। নতুন পোশাক হলে তো কথাই নেই।

তবে মনখারাপ না করে বরং জেনে নিন পোশাক থেকে খাবারের দাগ তুলবেন কীভাবে। সহজেই তোলা যায় অসুবিধা নেই।

ফেলুদার স্রষ্টা এবং বিখ্যাত বাইরে খেতে গিয়ে যদি পোশাকে ঝোল পড়ে যায়, ঘাবড়াবেন না। প্রথমেই ঠান্ডা জল দিয়ে ওই অংশটি ভালো করে ধুয়ে নিন। 

তবে বেশি ঘষবেন না। তাতে আবার দাগ ছড়িয়ে যেতে পারে। তখন দাগ তোলা মুশকিল হবে।

বাড়ি ফিরেই অ্যাপল সাইডার ভিনিগার পোশাকের খাবারের দাগ লাগা অংশে ভালো করে মাখিয়ে নিন।  কিছু ক্ষণ রাখুন। তার পর ব্রাশ দিয়ে ঘষলেই উঠে যাবে।

অ্যাপল সাইডার ভিনিগার না থাকলে পোশাকের যে অংশে দাগ লেগেছে, তার উপর বেকিং সোডা মাখিয়ে সারা রাত রেখে দিন। পরের দিন সকালে কাচলেই দাগ উধাও।

ফ্রিজে পাতিলেবু মজুত থাকে অনেকেরই। পোশাক থেকে খাবারের দাগ তুলতে কিন্তু ব্যবহার করতে পারেন পাতিলেবুর রস। 

লেবুর রসে থাকা অ্যাসিড কঠিন দাগও সহজে দূর করে। দাগ লাগা অংশে পাতিলেবুর রস লাগিয়ে ব্রাশ দিয়ে ঘষে নিন। দেখবেন দাগ আর নেই।