BY- Aajtak Bangla
31 May 2024
আমাদের রোজকার জীবনে বাথরুম লাগেই। বাথরুম পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি।
বিশেষজ্ঞদের মতে, বাথরুম পরিচ্ছন্ন না রাখলে নানা রোগজীবাণু বাসা বাঁধে। ফলে শরীর খারাপ হতে পারে।
অনেক সময় বাথরুমের টাইলস এবং মেঝেতে ময়লা জমে থাকে। সেই দাগ কিছুতেই তোলা যায় না।
বাথরুমের নোংরা দাগ তুলতে ভরসা রাখুন ঘরোয়া এই টোটকায়। তা হলেই উপকার পাবেন। জেনে নিন...
দাগছোপ দূর করতে লেবু খুব কার্যকরী। তাই লেবু দিয়েই বাথরুমের টাইলসের ময়লা দূর করা যাবে। কীভাবে? . .
জলে মেশাতে হবে লেবুর রস। তারপরে সেই জল বাথরুমের নোংরা টাইলসে ঢেলে দিন। দেখবেন দাগ উঠে গিয়েছে। . .
এছাড়া একটি পাত্রে লেবুর রস নিয়ে তাতে কয়েক চামচ বেকিং সোডা মেশান।
এই মিশ্রণ দিয়ে ধুলেও বাথরুমের মেঝে ঝকঝকে হবে।