11 AUGUST 2025
BY- Aajtak Bangla
নতুন বাসন থেকে স্টিকার তোলা মোটেই সহজ কাজ না। নখ দিয়ে তুলতে গেলে আচড়ের দাগ হয়ে যায়। এটি তোলার সহজ ট্রিক আছে, তা শিখে নিন।
এই স্টিকারগুলি এতটাই শক্ত করে আটকানো থাকে যে ওঠাতে গেলে নতুন বাসনে আঁচড়ের দাগ লেগে যায়, নয়তো অর্ধেক ওঠে।
স্টিলের পাত্রে স্ক্র্যাচ পড়লে দেখতে খুব খারাপ লাগে।
তবে এই ট্রিক ফলো করলে সেকেন্ডে সহজেই উঠে যাবে পাত্রের গায়ে সাঁটানো স্টিকার, জানুন উপায়।
স্টিল বা নতুন প্লাস্টিকের পাত্র থেকে স্টিকার তোলার জন্য স্টিকারের জায়গায় গরম জল ঢেলে ১ মিনিট রেখে দিন। এরপর, কাপড় দিয়ে স্টিকার ঘষলেই পুরোটা উঠে যাবে। বাসনে দাগ পড়বে না।
আবার, ৩০ সেকেন্ড বাসনে জল দিয়ে গ্যাসে বসিয়ে রাখলে সহজে উঠে আসবে। তবে প্লাস্টিকের বাসনে এই পদ্ধতি ব্যবহার করবেন না।
এছাড়া, রিমুভার বা স্পিরিট ঘষলেও বাসনের স্টিকার উঠে যায়।
স্টিকার তুলতে নরম কাপড়ের একটি অংশ অলিভ অয়েল বা নারকেল তেলে ভিজিয়ে রাখুন। এই কাপড়টি স্টিকারের উপর ঘষলেই উঠে যাবে।
এতে মাত্র ১ মিনিটের মধ্যে স্টিকার উঠে যাবে। তাই চেষ্টা করে দেখুন এই ট্রিক।