BY- Aajtak Bangla
23 SEPTEMBER, 2025
অনেকেই কাঁচের পাত্র ব্যবহার করতে পছন্দ করেন। ডাইনিং টেবিলে সাজানো কাঁচের বাসন খুব সুন্দর লাগে।
কাঁচের জিনিস দেখতে ভাল লাগলেও, তা কিছুদিন ব্যবহারে অপরিষ্কার দেখতে লাগে।
আপনি যদি কাঁচের পাত্র পরিষ্কার করতে চান, তাহলে কিছু ঘরোয়া টোটকায় সব সময় নতুনের মতো দেখাবে।
উষ্ণ গরম জল দিয়ে কাঁচের পাত্র পরিষ্কার করুন। তবে মনে রাখবেন জল যেন বেশি গরম না হয়, নয়তো পাত্র ভেঙে যেতে পারে।
ব্যবহৃত চা-পাতা ফেলে না দিয়ে কাঁচের পাত্র পরিষ্কার করুন। সঙ্গে ডিশ ওয়াশার এবং এরপর জল যোগ করুন।
কাঁচের দাগ তুলতে ডিশ ওয়াশারের সঙ্গে ১ টেবিল চামচ বেকিং সোডা যোগ করুন। উপকার পাবেন।
সব সময় কাঁচের বাসন ধোয়ার পরে মুছে রাখুন। এর ফলে কাঁচের দাগ পড়বে না।