BY- Aajtak Bangla

গলায় মাছ কাঁটা বিঁধলে সেই মুহূর্তে কী করবেন? এভাবে বের করুন নিমেষে 

18 NOVEMBER, 2025

 মাছের অনেক উপকারিতা থাকলেও, বহুক্ষেত্রে সমস্যা হয় দাঁড়ায় এর কাঁটা। 

মাছের কাঁটা

কিছু ঘরোয়া টোটকায় সহজে গলার আটকানো কাঁটা বের করা সম্ভব।  

ঘরোয়া টোটকা

দুধে ভেজান পাউরুটি বা শুকনো মুড়ি খেলেও অনেকক্ষেত্রে এই সমস্যার সমাধান হয়। 

শুকনো মুড়ি

সেদ্ধ ভাতের চটকে দলা পাকিয়ে বলের মতো তৈরি করে, গিলে খান। এরপর জল পান করুন। 

সেদ্ধ ভাত চটকে

 নরম পানীয় অর্থাৎ কার্বনেটেড পানীয় আটকে থাকা কাঁটা দূর করতে উপকারী। 

নরম পানীয়

টুকরো টুকরো পাকা কলা গিলে খান। এর ফলে গলায় ফুটে থাকা কাঁটা সহজে বের হয়ে যাবে। 

পাকা কলা

এক্ষেত্রে পাতিলেবুও কাজে লাগতে পারে। লেবুর সঙ্গে সামান্য লবণ মিশিয়ে চুষে খান। 

পাতিলেবু

জলে সামান্য ভিনেগার মিশিয়ে খেলে সমস্যা থেকে মুক্তি পাবেন। এতে কাঁটা সহজে নেমে যায়। 

ভিনেগার

এই সমস্ত ঘরোয়া টোটকাতে কাজ না হলে, অবশ্যই চিকিৎসকের কাছে যান।  

চিকিৎসক