BY- Aajtak Bangla
1st May, 2024
গরমে অবস্থা রীতিমতো কাহিল। কিন্তু সকলেই কাজে-কর্মে বেরোতে হচ্ছে।
এই রোদে ঘুরে ট্যান পড়াটা খুবই স্বাভাবিক। আর ট্যান তুলতে পার্লারে কম খরচ নয়।
অনেকে বাড়িতেই ট্যান তোলার বন্দোবস্ত করেছেন। কিন্তু তাতে ঠিক কাজের কাজ কিছুই হচ্ছে না।
তবে একটি ঘরোয়া ও সহজ উপায় আছে, যার জন্য আপনাকে মাত্র ৯ টাকা খরচ করতে হবে, তাতেই কেল্লাফতে।
তাহলে এই ট্যান তোলার জন্য কী কী লাগছে আসুন দেখে নিন।
উপকরণ গরম জল, ইনো পাউডার, লেবুর রস, নারকেল তেল, শ্যাম্পু, কফি পাউডার, ময়দা
কীভাবে বানাবেন একটা বাটিতে সব উপকরণ একসঙ্গে নিয়ে ভাল করে মিশিয়ে নিন। একটু থকথকে হবে প্যাকটা।
এরপর এটা ত্বকের যে যে জায়গায় ট্যান পড়েছে সেখানে লাগিয়ে নিন। এরপর হালকা হাতে একটু ঘষে নিন।
১০ মিনিট রেখে এটা তুলে নিন। ট্যান উঠবেই ১০০ শতাংশ গ্যারন্টি।