25 JANUARY 2025

BY- Aajtak Bangla

কাপে চা-কফির দাগ বসে গেছে? ৩ ট্রিকসে হবে গায়েব

কফি বা চায়ের দাগ কাপ থেকে ওঠে না? কিছু হ্যাক যা আপনাকে নিমিষেই চা বা কফির দাগ তুলে দিতে পারে।

দীর্ঘদিন কাপ ব্যবহার করতে করতে চায়ের কাপে চা, কফির দাগ পড়ে যায়। এই দাগ তুলে চকচকে করবেন কীকরে?

কয়েক মিনিট রেখে দিন। একটি স্পঞ্জ বা ব্রাশ দিয়ে পরিষ্কার করুন। দাগ উঠে যাবে।

এক কাপ ভিনেগার গরম করুন এবং কাপটি ভিনেগারে ৩-৪ ঘণ্টা ভিজিয়ে রাখুন। 

এর পরে, লিক্যুইড ডিটারজেন্ট দিয়ে কাপটি ধুয়ে ফেলুন।

খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি নুন ও লেবু দাগ দূর করতেও কার্যকর। কাপটি জল দিয়ে ভিজিয়ে রাখুন এবং নুনের দাগের ওপরে রেখে দিন। 

১৫-২০ মিনিট পর লেবুর খোসা দিয়ে দাগ ঘষুন এবং তারপর জল দিয়ে কাপটি ধুয়ে ফেলুন।

কর্ন স্টার্চ এবং ভিনেগার দিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি কাপে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। 

তারপর একটি স্পঞ্জ দিয়ে চিহ্নটি ঘষুন এবং কাপটি জল দিয়ে ধুয়ে ফেলুন। সব দাগ অদৃশ্য হয়ে যাবে।