19 AUG, 2023

BY- Aajtak Bangla

সাদা কাপে চায়ের লাল দাগ, তুলবেন কীভাবে?

চা খাওয়া বাঙালির নিত্য দিনের অভ্যাস। দিনে অন্তত দুইবার চা খান প্রায় সকলেই।

তবে চা খাওয়ার কাপে যদি লাল দাগ লেগে যায়, তা হলে তা দেখতে বাজে লাগে।

সাদা কাপে এই সমস্যাটা বেশি হয়। তবে উপায় আছে, যা মেনে চললেই সাদা কাপ থেকে চায়ের দাগ আর থাকবে না।

সাদা কাপের রং ধরে রাখতে ব্যবহার করতে পারেন বেকিং সোডা। যেখানে দাগ লেগেছে সেখানে ব্যবহার করুন বেকিং সোডা।

এরপর তা ঘষে নিলেই কাজ হয়ে যায়। কাজ করতে পারে ভিনিগারও। একবার ঘষে মেজে নিলেই দাগ উঠে যাবে।

পাতিলেবুও একইভাবে কাজ করতে পারে। এক টুকরো পাতিলেবু নিয়ে দাগ লাগা জায়গায় ঘষে নিলেই কাজ হয়ে যায়।

বাসন মাজার সাবানেও এই কাজ হাসিল হয়ে যায়। তবে এক্ষেত্রে লিকুইড সাবানও দারুণ কাজ করে।

চায়ের কাপ এঁটো কখনই ফেলে রাখবেন না। তাহলে চায়ের দাগটা বসে যায়। খাওয়ার সঙ্গে-সঙ্গে ধুয়ে ফেলুন।

এভাবেই চায়ের লাল দাগ সহজে তুলে দেওয়া যায়। এক নয় রয়েছে একাধিক পদ্ধতি।