17th November, 2024
BY- Aajtak Bangla
রান্নাবান্নার চোটে নখে হলুদ ছোপ পড়ার সমস্যায় ভোগেন অনেকেই।
রান্নায় হলুদ দিতে গিয়ে অথবা মাছে হলুদ মাখাতে গিয়ে নখে হলুদ ছোপ পড়বে এতো জানা কথাই।
কিন্তু নখ থেকে সহজে এই হলদেটে ছোপ দূর হবে ঘরোয়া কিছু টিপসেই।
নারকেল তেল সামান্য একটু গরম করে নিন। তার পর সেই ঈষদুষ্ণ তেল ম্যাসাজ করুন আঙুলে ও নখে। দু’মিনিট অপেক্ষার পর একটা ভেজা তুলো দিয়ে নখ মুছে নিন –দেখবেন সব দাগ চলে গিয়েছে।
অর্ধেক চা চামচ বেকিং সোডার মধ্যে অর্ধেক লেবুর রস চিপে বেশ করে মিশিয়ে নিন। তার পর এই মিশ্রণটা আঙুল আর নখের উপর ঘষে ঘষে লাগান।
তাহলে শিখে নিন ছাতুর সরবত কীভাবে বানাবেন সেই বিশেষ মশলাটি দিয়ে।
এক মিনিট পর ধুয়ে ফেলুন সাবান দিয়ে। দেখবেন নখ থেকে হলুদ দাগ উঠে গিয়েছে।
টুথপেস্ট কেবল দাঁতই ঝকঝকে করে না, নখও পরিষ্কার করে। একটা ব্রাশ এ অল্প টুথপেস্ট নিয়ে আলতোভাবে ঘষে নখের চারধারে লাগিয়ে দিন। এরপর ধুয়ে নিন। দেখবেন নখ চকচক করছে।
গরম জলে সোডা মিশিয়ে মিশ্রণ বানিয়ে নখের কোণে লাগিয়ে ফেলুন। মিনিট খানেক পর জল দিয়ে ধুয়ে নিন। এটি নখের ভেতরে জমা নোংরা নিমেষে দূর করে।