20 FEBRUARY 2025

BY- Aajtak Bangla

এতবার লাফালেই কানে ঢোকা জল বেরিয়ে যায়, ট্রিকস জেনে নিন

অনেকসময় স্নান করতে গিয়ে বেকায়দায় কানে জল ঢুকে যায়, যা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।

তাই কানে জল ঢুকলে তৎক্ষণাৎ কী করতে হবে তা জেনে রাখা জরুরি।

এর জন্য প্রাথমিকভাবে ইয়ার বাডের সাহায্য নিতে পারেন। হালকা হাতে আস্তে আস্তে ব্যবহার করুন। সোজা কানে ঢোকাবেন না।

অনেক সময় লাফ দিলেও কানের জল বেরিয়ে যায়। ৫-১০ বারা লাফালে তবেই জল বেরিয়ে আসবে।

সেই সঙ্গে দৌড়াদৌড়ি করলেও কান থেকে জল বেরিয়ে আসে। এজন্য এক থেকে দুই মিনিট দ্রুত দৌড়াতে হবে।

মনে রাখবেন কানে জল চলে গেলে এবং কানে ব্যথা থাকলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।