7 JULY 2025
BY- Aajtak Bangla
কান শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। ফলে এর যত্ন নেওয়া প্রয়োজন।
স্নান করার সময়ে অনেকেরই কানে জল ঢুকে যায়। অসাবধানবশত ঘটে যাওয়া এই ঘটনা বেজায় অস্বস্তিতে ফেলে।
বিশেষ করে শিশুদের এই সমস্যা হয়। বেশি জল কানে ঢুকে গেলে কান্নাকাটি জুড়ে দেয় শিশুরা।
কান বন্ধ হয়ে যেতে পারে। কানে ব্যথা হয়, এমনকী এতে সংক্রমণের সম্ভাবনাও তৈরি হয়।
যে কানে জল ঢুকেছে সেটিতে বালিশ চাপা দিয়ে শুয়ে থাকুন। প্রয়োজনে ঘুমিয়ে পড়ুন। ঘুম থেকে উঠে দেখবেন, সমস্যা মিটে গিয়েছে।
হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারেন। কানে গরম হাওয়া গেলে আরাম পাবেন। চুইং গাম চিবোতে পারেন। চিবোনোর সময়ে দাঁত ও কানের পাশের পেশিগুলি ওঠানামা করে। এতে কানের জল বেরিয়ে আসতে পারে।
যে কানে জল ঢুকেছে সেই দিকে মাথা কাত করুন। হাতের তালু কানের উপর রেখে চাপুন। হাত সরালে দেখবেন খানিকটা জল বেরিয়ে এসেছে।
লম্বা শ্বাস নিয়ে আঙুল দিয়ে নাক বন্ধ করে থাকুন। বন্ধ নাক দিয়ে নিঃশ্বাস ফেলার চেষ্টা করুন। বন্ধ কান ঠিক হয়ে যেতে পারে।
তবে টোটকায় সমস্যা না মিটলে অবশ্যই ডাক্তার দেখান। নিজে থেকে কোনও ওষুধ বা ড্রপ ব্যবহার করবেন না।