29 July,, 2024

BY- Aajtak Bangla

রান্নার গ্যাসের লাইটার চলছে না? ফেলবেন না, এই ট্রিকসেই ফের জ্বলবে

রান্নাঘরের অন্যতম গুরত্বপূণ জিনিস গ্যাস লাইটার।

গ্যাস লাইটার ঠিকভাবে না রাখলে বেশিদিন চলে না। আর জল ঢুকে গেলে তো কথাই নেই!

গ্যাস লাইটার না জ্বললে অনেকেই ফেলে দেন। কিন্তু এটা করবেন না।

কয়েকটি উপায় করলেই গ্যাস লাইটার ফের কাজ করতে শুরু করে দেবে।

লাইটারে তাপ দিন-অনেক সময় ঠাণ্ডা বা আর্দ্রতার কারণে গ্যাস লাইটার ঠিকমতো কাজ করে না।

লাইটার ফেলার আগে কিছুক্ষণ রোদে রাখুন। লাইটার গরম করার জন্য কখনই আগুনে সেঁক দেবেন না।

লাইটার পরিষ্কার-মাসের পর মাস লাইটার ব্যবহার করলে ভিতরে ময়লা জমতে থাকে। ইয়ারবাড বা কাঠি ব্যবহার করুন।

গ্যাস লাইটারের ভিতরে জমে থাকা ময়লা পরিষ্কার করতে দু-চার ফোঁটা কেরোসিন তেল ঢেলে দিন

শুকনো সুতির কাপড় দিয়ে লাইটারের পাইপ পরিষ্কার করুন।

লাইটার ব্যবহারের পর নিরাপদ স্থানে ঝুলিয়ে রাখুন। ব্যবহারের পর শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করুন।