12 NOVEMBER 2024
BY- Aajtak Bangla
টাকা দিয়ে প্লাস্টিকের বালতি, গামলা, মগ কেনার পর তা ফুটো হয়ে গেলে, বা ফেটে গেলে বুক ফেটে যায়। তার কারণ টাকা গচ্ছা যায়।
গোটা বালতিটা নতুন আছে, এদিকে বালতির একটি অংশে সামান্য ফুটো বা ফাটা অবস্থায় থাকলে তা ফেলতে মন চায় না।
তাই এমন কিছু কার্যকরী ট্রিকস শিখে রাখুন খুব কাজে লাগবে। এতটাই কাজে লাগবে সারা জীবন বাহবা দেবেন। যাদের শেখাবেন তারাও আপনাকে স্নেহ করবে।
এর জন্য সবার আগে সুপার গ্লু বাজার থেকে কিনে আনুন।
এবার গামলা, বালতি, মগ, প্লাস্টিকের কন্টেনার যেখানে যা ফুটো হবে বা ফাটবে সেখানটা মুছে নিয়ে সুপার গ্লু লাগিয়ে নিন। তারপর তা শুকোতে দিন।
তবে এতে মোটেও ফাটা-ফুটো জায়গা পোক্তভাবে জুড়বে না। দু'দিন পর আবার ফেটে জল পড়বে।
তাই এবার আসা যাক আসল ট্রিকে। এর জন্য একটা প্লাস্টিকের পেন নিন। এর পিছন দিকটা জ্বালিয়ে নিন।
দেখবেন প্লাস্টিক আগুন গলে গলে পড়ছে। এই পেনে জ্বালানো আগুনের গলা প্লাস্টিকের ড্রপ সুপার গ্লু লাগানো অংশে ফেলতে থাকুন। প্লাস্টিক প্লাস্টিকে জুড়ে যাবে।
এভাবে পোক্তভাবে জোড়া লাগবে। দিনের পর দিন তা চলবে। তবে এই কাজটি করার সময় সাবধানতা বজায় রাখবেন।