BY- Aajtak Bangla
23 AUGUST, 2024
আমাদের জীবনে নিত্যপ্রয়োজনীয় নানা জিনিসের মধ্যে, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হল টুথব্রাশ।
একটা দিন না ঘুমিয়ে থাকা সম্ভব। চুল না বেঁধে কিংবা স্নান না করে থাকা যায়। কিন্তু দাঁত ব্রাশ ছাড়া থাকা এক প্রকার অসম্ভব।
ঘুম থেকে উঠে অলসতা কাটাতে কাটাতে দাঁত ব্রাশ করা তো আমাদের ছোটবেলার অভ্যাস। সেই ব্রাশই ব্যবহারের অযোগ্য হয়ে গেলে ছুঁড়ে ফেলে দিই আমরা।
তবে জানেন, ঘরের অনেক কাজেই ব্যবহার করা যায় পরিত্যক্ত ব্রাশ?
কম্পিউটারের কিবোর্ড পরিষ্কার করতে প্রথমেই মনে পড়ে ব্রাশের কথা।
জুতোতে ময়লা বসলে, ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিতে পারেন সহজে।
রান্নাঘর বা বাথরুমের বেসিনে ময়লা দাগ জমলে ব্রাশ দিয়ে ঘষে সেই ময়লা তোলা যায়।
জানলে অবাক হবেন, শীতে ঠোঁট ফাটা আটকাতে ব্রাশ কাজে লাগে। ঠোঁটে গোলাপ জল লাগিয়ে ব্রাশ দিয়ে ঘষলে, এটি স্ক্রাবিংয়ের কাজ করে।
এছাড়াও, চিরুনি পরিষ্কার করতে ব্যবহার করুন ব্রাশ। তাই পরিত্যক্ত ব্রাশ ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন ঘরের কাজে।