24 May, 2025
BY- Aajtak Bangla
ফোর্বসের তথ্য অনুযায়ী, বিল গেটসের মোট সম্পদের পরিমাণ ১৩২ বিলিয়ন মার্কিন ডলার।
বিশ্বের তাবড় তাবড় ধনীদের মধ্যে বিল গেটস অন্যতম।
বিল গেটসের মতো আপনিও ধনী হতে চাইলে এই ৭ অভ্যাস রপ্ত করুন।
বিল গেটস ছোটবেলা থেকে প্রচুর বই পড়তেন। বই পড়ার ক্ষেত্রে কোনো বাছবিচার ছিল না গেটসের। এখনো নিয়মিত বই পড়েন গেটস।
বিল গেটসের রোল মডেল তাঁর মা-বাবা। কারণ তাঁর মা-বাবাই জীবনে চলার পথে অনুপ্রেরণা জুগিয়েছেন। আর তিনিও কখনও মা-বাবাকে অবহেলা করেননি।
বিল গেটস পরিশ্রম করতে পিছুপা হতেন না। কাজকে ভালোবেসেই তিনি করতেন আর এটাই তাঁর সফলতার মূল মন্ত্র।
বিল গেটস প্রথম থেকেই তাঁর স্বপ্ন নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন। আর যে কারণে তাঁর সফলতা কেউ আটকাতে পারেননি।
যদি ব্যবসা করেন তাহলে যে পার্টনার বাছবেন তিনি যেন সঠিক হন। বিল গেটস ও পল অ্যালেন মিলে মাইক্রোসফট গড়ে তোলেন।
বিল গেটস সময়ই ঘুমের প্রতি সচেতন ছিলেন। তিনি সাত ঘণ্টা ঘুমানোর পক্ষে, কারণ কাজের ক্ষেত্রে সৃজনশীল হতে হলে পর্যাপ্ত ঘুম দরকার।
সবাই ভুল করে, বিল গেটসও তার ব্যতিক্রম নয়। তবে ভুল থেকে শিখতে পারাটাই হচ্ছে কাজের কথা। আর সেটা খুব ভালোভাবে করে দেখিয়েছেন বিল গেটস।