26 March, 2024

BY- Aajtak Bangla

এই পাতাতেই ধ্বংস হবে আরশোলার বংশ, এভাবে করুন ব্যবহার

আরশোলার সমস্যা সকলের বাড়িতেই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়।

অনেক সমাধান-চেষ্টা করেও আরশোলার সমস্যা কমছে না? আবার তারা ফিরে আসছে?

এখানে দেওয়া ঘরোয়া উপায়গুলো ব্যবহার করে দেখুন, আরশোলার বংশ নিঃশেষ হবে।

ঘরের বিভিন্ন জায়গায় চিনির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে রাখুন।

জলে তেজপাতা ফুটিয়ে তা ঘরের কোণায় কোণায় স্প্রে করলে পালিয়ে যাবে। এর গন্ধে ঘরে ঢুকবে না।

আরশোলা তাড়াতে ঘরে নিমের গুঁড়ো ছিটিয়ে দিন।

রান্নাঘরে বেশিক্ষণ নোংরা-এঁটো বাসন রাখবেন না, এতে আরশোলা বাড়তে পারে। রান্নাঘরের জিনিসপত্র মাঝেমধ্যে নাড়াচাড়া করুন।

প্রতিদিন ডাস্টবিন পরিষ্কার করুন নাহলে আরশোলা বাড়তে পারে।

ঘরে লবঙ্গ গুঁড়ো ছিটিয়ে এগুলি থেকে মুক্তি পেতে পারেন।

এছাড়া, বেসিন, সিঙ্ক, নর্দমার মুখে ন্যাপথলিন বল রাখুন। দারুণ কাজে দেবে।