03 September, 2024
BY- Aajtak Bangla
বর্ষায় অনেক সময় ল্যাপটপ বা ডেস্কটপের কীবোর্ডে পিঁপড়ে আস্তানা গাড়ে। আবার কখনও কখনও ডেস্কটপের হার্ডডিস্কেও পিঁপড়ে ডিম দিয়ে একাকার কাণ্ড করে। এ এক বিরাট বড় সমস্যা। ল্যাপটপ বা কীবোর্ড এতে খারাপও হয়ে যেতে পারে।
রাণী পিঁপড়ের জন্য খাবার মুখে করে নিয়ে ল্যাপটপের ভিতরে ঢুকে পড়ে এই নজিরও আছে।
পিঁপড়ে ঢুকে গেলে ল্যাপটপ কাজ করা বন্ধ করে দিতে পারে, কোনও সারকিট নষ্ট করে আপনার ৫০-৬০ হাজার টাকার ল্যাপটপ অকেজো করে দিতে পারে পিঁপড়ে।
অনেক সময় ল্যাপটপের সামনে বসে খেলে কোনও খাবার কী বোর্ডের ভিতরে ঢুকে থাকলে তা থেকে পিঁপড়ে হতে পারে।
আবার ল্যাপটপ অনেকদিন নাড়াচাড়া না পড়লে তারা ঠান্ডা জায়গা পেয়ে বাসা বাঁধতে শুরু করে। এই সমস্যায় অনেকেই পড়েছেন। কিন্তু সেই মুহূর্তে কী করবেন তা বুঝে পান না কেউই। তবে মুক্তির উপায় আছে।
ল্যাপটপ ঘণ্টা দুয়েকের জন্য চার্জে বসান, গরমে সব লাইন দিয়ে পালাবে।
ল্যাপটপের ভিতরে হার্ডডিস্কে পিঁপড়ে ঢুকে থাকলে এদের ভাগানো খুব কষ্টকর। এক্ষেত্রে ল্যাপটপের কভার খুলে পরিষ্কার করা ছাড়া কোনও উপায় নেই।
এছাড়া, একটা থালায় জল রেখে তারওপর একটি বড় বাটি রাখুন। এরওপর ল্যাপটপ বসিয়ে চারদিকে চামচ বা পেন জাতীয় কিছু ঠেকিয়ে রাখুন, এতে পিঁপড়ে লাইন দিয়ে পেন বেয়ে বেরিয়ে যাবে।
এছাড়া, সবসময় খেয়াল রাখবেন কীবোর্ডে বিস্কুট, কেক বা মিষ্টি চিনি কোনও খাবারই যেন না পড়ে। ল্যাপটপ এমন জায়গায় রাখুন যেখানে পুলিশের আনাগোনা নেই।