07 May, 2024
BY- Aajtak Bangla
গরমে বাড়িতে পিলপিল করে পিঁপড়ের। বর্ষা এলে আরও বাড়ে।
ঘরে রাখা প্রতিটি খাবারেই পিঁপড়ে ঢুকে যায়। রুটি হোক বা চিনি, এমনকি পোশাক ও বিছানায়ও পিঁপড়ের আতঙ্ক দেখা যায়।
লাল পিঁপড়ে কামড়ালে চুলকানি এবং ফুসকুড়ি হয়। যদি এই সমস্যায় পড়ে থাকেন, তবে কয়েকটি উপকারী ঘরোয়া টিপস জেনে রাখুন। ৫টি ঘরোয়া টিপস জেনে রাখুন।
পিঁপড়ে নুন একেবারেই পছন্দ করে না। তাই যেখানেই পিঁপড়ে দেখবেন সেখানেই নুন দিন। এতে পিঁপড়ে উল্টো হাঁটা দেবে।
১ কাপ জলে ১ চা চামচ বোরক্স পাউডার এবং ১ চা চামচ চিনি মিশিয়ে দিন, খুব ভালো কাজে দেবে।
এটি একটি স্প্রে বোতলে রাখলে, যেখানে পিঁপড়ে দেখা যায় সেখানে স্প্রে করুন।
ঘর থেকে পিঁপড়ে তাড়াতে লেবুর রস খুব উপকারী। ১ কাপ জলে ৪টি লেবুর রস মিশিয়ে স্প্রে করুন এবং যেখানে পিঁপড়ে বের হয় সেখানে স্প্রে করুন। এতে আর বাড়িতে আসবে না।
এছাড়া রান্নাঘরে থাকা ভিনেগার জলে মিশিয়ে স্প্রে করে বোতলে ভরে নিন। যেসব জায়গায় পিঁপড়ে বের হয় সেখানে এই স্প্রে লাগান।