19 July, 2024

BY- Aajtak Bangla

বর্ষায় বাড়িতে কিলবিল করছে তেঁতুল বিছে? রইল তাড়ানোর অব্যর্থ টিপস

বর্ষায় হামেশাই বাড়িতে ঢুকে পড়ে তেঁতুল বিছে। বাড়ির ফাঁকফোকরে আশ্রয় নেয় তেঁতুল বিছে।

পায়ের তলায় তেঁতুল বিছে পড়লে কামড় খাবান, যদিও এদের কামড় প্রাণঘাতী নয়। তবে জ্বালাপোড়া হবে।

আবার এই তেঁতুল বিছে যদি কানে ঢুকে যায় তাহলে মারাত্মক বিপদ।

বর্ষায় বাড়িতে তেঁতুল বিছে আটকাতে কিছু ঘরোয়া টিপসেই কাজ হবে। 

তেঁতুল বিছে ভাগানোর অব্যর্থ টিপস জেনে রাখুন।

প্রথমে তিন থেকে সাড়ে তিন লিটার জলের সঙ্গে বাসন মাজার লিক্যুইড সাবান গুলে স্প্রে বোতলে ভরে নিন।

এরপর ঘরের সমস্ত কোণা, ফাঁক-ফোকরে স্প্রে করুন। এতে তেঁতুল বিছে বাড়িতে থাকবে না।

এর সঙ্গে ভিনিগারে জলের সঙ্গে মিশিয়ে নিতে পারেন। বাড়িতে ইতিমধ্যে তেঁতুল বিছে কিলবিল করলে স্প্রে বোতলে গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ, রসুন এবং জল দিয়ে পেষ্ট তৈরি করে নিন। 

এই মিশ্রণ স্প্রে বোতলে ভরে ঘরের কোণায় ছড়িয়ে দিন। বিছে বাড়ির বাইরে পালাবে।