20 JUNE 2025
BY- Aajtak Bangla
উইপোকার জ্বালায় জেরবার? বাড়ির দেওয়াল বা কাঠের জিনিস রাখা মুশকিল হয়ে পড়েছে। জানেন বাড়ির বাস্তুর জন্য উইপোকা একদম শুভ নয়, দুঃখ বয়ে আনে। বাড়়িতে উই বাসা করলে তড়িঘড়ি তাড়ান।
অনেকেই উইপোকা মারতে কেরোসিন ব্যবহার করেন।
কিছু ঘরোয়া উপায় জানলে কোনও পয়সা খরচ ছাড়াই উইপোকা দূর করতে পারবেন।
নিম হল উইপোকার যম। নিম তেল উইপোকা দূর করতে ভীষণ কার্যকরী। এটি আপনার বাড়িতে থাকা আসবাবপত্রের উপর ছিটিয়ে দিন এতে উইপোকা আসবে না।
বাজার থেকে পাতিলেবু কিনে আনুন। বাড়িতে থাকা ভিনিগারের সঙ্গে মিশিয়ে সেই মিশ্রণ কাঠের আসবাব, দরজা জানলার ওপর দিন তাহলেই সুরাহা হবে।
তরকারিতে ঝাল হওয়ার জন্যে যে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেন সেই লঙ্কার গুঁড়ো জল দিয়ে স্প্রে করলেও উইপোকার দফারফা করে দিতে পারেন।
এছাড়াও, নুন জল গরম করে কাঠের ওপর দিন তাহলে কাজে দেবে। জলের মধ্যে লবঙ্গ দিয়ে ব্যবহার করতে পারেন উইপোকা পালাতে বাধ্য।
সবার বাড়িতে রসুন থাকেই। সেই রসুন দিয়ে এর তেল বানিয়ে কাঠের জিনিসপত্রের ওপর ব্যবহার করুন ফল পাবেন হাতে নাতে।
এই উপায়গুলি মেনে চলুন উইপোকা বাড়ির আশেপাশে আসতে পারবে না।