19 NOVEMBER, 2024

BY- Aajtak Bangla

পায়রার উৎপাতে নাজেহাল দশা? এই ১ ট্রিকে তেড়ে পালাবে

বাড়ির পরিষ্কার, সাজানো বাগানে যদি পায়রার উৎপাত হয় তবে তা মোটেও ভালো লাগে না।

পায়রা একবার বাড়িতে আসা শুরু করলে আর যেতে চায় না, উল্টে বাড়ি পুরো নোংরা করে ছাড়ে।

বাড়ির রান্নাঘরের জানলা, বারান্দা, ঘরের জানলা, এসির আউটসাইড বক্সে পায়রার উৎপাত সবথেকে বেশি থাকে।

তবে এদের ভাগাতে বেশি কিছুর প্রয়োজন নেই, নীচের ৫ ট্রিকের ১টা করলেই পালাবে।

পায়রার থেকে ব্যালকনি রক্ষা করতে নেট কভার লাগাতে পারেন৷ জালের ছোট ছিদ্র যার ভিতরে পায়রারা প্রবেশ করতে পারবে না।

বাড়িতে যেখানে পায়রা আসে সেখানে উইন্ড চাইম রাখলেও ওই শব্দে পায়রা ঘরে আসে না। উইন্ড চাইমে একটা পায়রাও ঘরে ঢুকবে না।

গোল গোল সিডি রাখলেও এর আলোয় পায়রা ভয় পালায়।

বারান্দায় নকল পাখি ঝুলিয়ে রাখতে পারেন, তাহলে পায়রা ভয়ে আসবে না।

বাড়িতে যদি কোনও পোষ্য থাকে, তাহলেও আসে না। কুকুর বা বিড়ালের মতো পোষা প্রাণীর সাহায্য নিতে পারেন। বাড়ির আশেপাশে ঘেঁষবে না।