21 September,, 2024

BY- Aajtak Bangla

হঠাৎ কুকুর তাড়া করলে কী করবেন? 'সঠিক' ফর্মুলা জেনে নিন

কুকুর নিঃসন্দেহে মানুষের অত্যন্ত কাছের একটি প্রাণী। সবচেয়ে প্রিয় পোষ্য প্রাণীদের মধ্যে একটি কুকুর। রাস্তার কুকুরদের অনেকেই ভালবাসেন। আদরও করেন।

তবে বিপদ তখনই, যখন এই আপাত নিরীহ প্রাণীটি আক্রমণাত্মক হয়ে ওঠে। এক্ষেত্রে কীভাবে বাঁচবেন? রইল পাঁচ টিপস।

দৌড়াদৌড়ি করে অযথা উত্তেজিত না হয়ে, এই রকম পরিস্থিতিতে আপনি যেখানে আছেন সেখানে দাঁড়ানোই সবচেয়ে ভাল উপায়। প্রাণীটির চোখের দিকে না, নীচের দিকে তাকান।

কুকুর তাড়া করলে প্রথমে থেমে যান, ধীরে হাঁটুন এবং হাঁটার সময় যদি আশপাশ থেকে কুকুর আপনার দিকে তেড়ে আসতে থাকে তাহলে দাঁড়ানো বা হাঁটার গতি কমান।

হামেশাই দেখা যায় কুকুরের আক্রমণ মানুষকে বিচলিত দেয়। তাঁরা অযথা মেজাজ হারিয়ে ফেলেন।

কুকুর আক্রমণ করে তখন মনে হয় তাদের এলাকায় কেউ ঢুকে পড়েছে। তাই আতঙ্কিত হবেন না।

কুকুরের আক্রমণে পড়লে, হাতের কাছে থাকা লাঠি বা ছাতা পেলে তা দিয়ে নিজেকে রক্ষা করুন। এতে কুকুর পালিয়ে যেতে বাধ্য করবে।

আবার হাতের কাছে কিছু খাবার থাকলে কুকুরের দিকে খাবার ছুড়ে দিতেও পারেন। আক্রমণের সময় আপনার মুখ অবশ্যই রক্ষা করার চেষ্টা করুন।