13 NOVEMBER 2025
BY- Aajtak Bangla
কুকুরের তাড়া খাননি এমন মানুষ কমই আছেন। শীতের রাতে তো কুকুর আরও বেড়ে যায়। কিন্তু এদের হাত থেকে বাঁচবেন কীকরে?
আপনার এলাকা হলে সেই কুকুর আপনার গন্ধ চিনে রাখবে, ফলে যাওয়া আসা করলেও টুঁ শব্দ করবে না।
তবে নতুন কোনও জায়গায় গেলে বা ফাঁকা রাস্তায় একসঙ্গে ১০-১২টা কুকুর ঘিরে ধরলে হার্ট অ্যাটাকের মতো কাণ্ড ঘটে। হাতে খাবার থাকলে আর কথাই নেই।
কুকুরের হাত থেকে কীকরে বাঁচবেন বোঝা মুশকিল হয়ে যায়। তবে আর চিন্তা নেই। এই নিনজা টেকনিক জেনে রাখুন।
যখনই দেখবেন কোনও কুকুর দৌড়ে আসছে বা ঘেউ ঘেউ করে উঠেছে, বাকি কুকুরেরাও একসঙ্গে তাল তুলবে, তখন মাথা ঠান্ডা রেখে শুধুমাত্র একটা কাজ করবেন।
তা হল, নীচু হয়ে রাস্তা থেকে কিছু একটা তোলার ভান করুন। এতে তারা দু'পা পিছিয়ে যাবে। তারা ভাববে আপনি পাথরের টুকরো তুলছেন, ফলে তারা থিতু হবে।
আরও একটি টেকনিক, অনেকেই এক পাল কুকুর দেখলে আগেই আঁতকে ওঠেন, চিৎকার শুরু করেন। এরকম করলে চলবে না।
হাতের ফোন বের করে ফোন ঘাঁটতে ঘাঁটতে তাদের সামনে দিয়ে বীরদর্পে হেঁটে যান। চেঁচানোই বৃথা হবে।
তবে পাগল কুকুরের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। হাতে খাবারের প্যাকেট আনলে চেষ্টা করবেন খাবার ওপরে তুলে হাঁটুন, নীচে নামিয়ে হাঁটলে কুকুরের গুষ্টি চলে আসবে।