BY- Aajtak Bangla
19 FEB, 2025
চন্দ্রমল্লিকা গাছের ফুল দেওয়া তো এখন বন্ধ হয়ে গেছে। তবে এখন এই গাছ আপনি পরের বছরের জন্য রাখতে পারেন।
ঠিক ভাবে রাখতে পারলেই একই গাছ থেকে আবারও ফুল পাওয়া যাবে সামনের শীতে। তাহলে জেনে নিন কীভাবে পরের বছরের জন্য চন্দ্রমল্লিকা রাখবেন।
প্রথমে সমস্ত মরা ফুল কেটে ফেলে দিন। এরবার গাছ নীচ থেকে ২-৩ ইঞ্চি রেখে বাকিটা কেটে দিন।
গাছের গোড়া থেকে যদি কোনও চারা বেরিয়ে আসে, সেটাকে রেখে দিতে হবে।
এবার দিনে মাত্র ২-৩ ঘণ্টা রোদ আসে সেরকম জায়গায় রাখতে হবে। কড়া রোদে গাছ রাখা যাবে না।
মাসে একবার খোল পচা জল, চায়ের পাতা, গোবর সার বা অন্য সার দিতে হবে। বেশি খাবার দেবেন না।
মনে রাখবেন বর্ষাকালে কোনও সার দেবেন না। বৃষ্টির জল পেলেই হবে।
পোকা মাকড়ের উৎপাত থেকে বাঁচাতে গাছে মাঝেমাঝেই ওষুধ স্প্রে করতে হবে।
মে-জুন মাস থেকে আবার গাছে খাবার দিতে শুরু করতে হবে। ধীরে ধীরে গাছ বাড়তে শুরু করবে।
তখন আবার পাতা বৃন্ত ছাঁটতে শুরু করতে হবে। তাতে গাছ ঝাঁকড়া হতে শুরু করবে। সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকেই ফুল ধরতে শুরু করবে।