BY- Aajtak Bangla
13 October 2025
অনেক চেষ্টা করেন টাকা জমানোর। কিন্তু কিছুতেই টাকা জমাতে পারেন না। এই সমস্যা এখন অনেকেরই।
বিশেষত, আধুনিক জীবনযাত্রায়, সমস্ত চাহিদা, বিলাসিতা মিটিয়ে সঞ্চয় করা অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে।
তাছাড়া কোনও বড় লক্ষ্য, যেমন বাড়ি কেনা, অথবা শখপূরণ, যেমন দামি স্মার্টফোন, মোটরসাইকেল, গাড়ি কেনার জন্যও সঞ্চয় করা প্রয়োজন।
মধ্যবিত্তের টানটান বাজেটে আয়ের অর্ধেক সঞ্চয় সম্ভব নয়। তবে অন্তত ১০-২০% সঞ্চয় করার চেষ্টা করা যেতেই পারে।
কোনও নির্দিষ্ট সুরক্ষিত বিনিয়োগ করুন। সেটি রেকারিং ডিপোজিট হতে পারে, জীবন বিমা হতে পারে। মাসের শুরুতেই সেখানে আগে কিছুটা টাকা রেখে দিন।
এই বিষয়ে আপনার ব্যাঙ্কের ব্র্যাঞ্চ কর্মীর পরামর্শ নিন। উনি আপনার জন্য সঠিক স্কিম ব্যাখা করতে পারবেন।
অল্প অল্প করেই কিন্তু অনেক টাকা ব্যয় হয়ে যায়। অনলাইন শপিং সাইটগুলি থেকে লগ আউট করে রাখুন।
কত টাকা জমিয়ে রাখবেন? ধরুন আপনার বার্ষিক বেতন/আয় ৩.৬ লক্ষ টাকা। সেক্ষেত্রে নিয়ম হল, আপনাকে অন্তত ৩.৬ লক্ষ টাকা সঞ্চয় করে রাখতে হবে।
চাকরিতে ছাঁটাই, ব্যবসায় মন্দা বা অন্য কারণে আয় বন্ধ থাকলে যেন অন্তত এক বছর চলার মতো সঞ্চয় থাকে। এই বিষয়টি মাথায় রাখুন।
আরও বেশি সঞ্চয় করতে পারলে অবশ্যই ভাল। সেক্ষেত্রে ভাল ফিক্সড ডিপোজিটে বেশিরভাগ টাকা জমিয়ে রাখুন। এরপর সঞ্চয়ের একটি ছোট অংশ আপনার ক্ষমতা ও জ্ঞান অনুযায়ী অন্য স্থানে বিনিয়োগ করুন।