8th October, 2024

BY- Aajtak Bangla

প্রতি মাসেই হচ্ছে গাদা গাদা টাকা খরচ, কীভাবে টাকা বাঁচাবেন?

পরিশ্রম করে টাকা উপার্জন করেন অথচ মাসের মাঝখানেই হাতে টাকা থাকে না অনেকের।

তাই এখন থেকেই নিজের সঞ্চয় করার অভ্যেস তৈরি করুন।

তাই জেনে নিন সঞ্চয় করার কিছু জরুরি টিপস। যা আপনার কাজে লাগবে।

ক্যাশ ব্যাক ক্রেডিট কার্ড ব্যবহার করুন ধীরে ধীরে।

খাবার, মুদির দোকান, রেস্তোরাঁ সব কিছুতেই অতিরিক্ত খরচ করার অভ্যেস থাকলে তা বদলে ফেলুন।

মাথায় রাখবেন বিমার জন্য     অতিরিক্ত অর্থ যাতে বিনিয়োগ না করা হয়।মুড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে।

যে কোনও সময় বিপদে অর্থের প্রয়োজন হয়, তা অর্থ সঞ্চয় শুরু করুন।

নেট, মোবাইল এই সবের পেছনে প্রয়োজনে বেশি যাতে খরচ না হয় তা দেখবেন।

লক্ষ্মীর ঘট থাকলে, তাতে টাকা জমানো শুরু করুন, দেখবেন অনেক কাজে লাগবে।

বড় বড় দামি জিনিসপত্রের অতিরিক্ত অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধ করুন।