BY- Aajtak Bangla

বাইকের পিছনে মেয়েরা কীভাবে বসবেন? সঠিক নিয়মটা জানা জরুরি

22st Juy, 2024

এখন বাইক বা স্কুটি সকলের ঘরে ঘরেই রয়েছে। এদিক-সেদিক যাওয়ার জন্য হোক বা অফিস-কাছারিতে বাইক বা স্কুটি খুবই দরকার।

আর যাঁদের কাছে নেই তাঁদের ভরসা অ্যাপ বাইক। খুব তাড়াতাড়ি এই বাইকগুলি গন্তব্যে পৌঁছে দেয়।

কিন্তু অনেকেই বাইকের পিছনে বসার কায়দা সঠিকভাবে জানে না। আর যে কারণে দুর্ঘটনা হলে আঘাতও পায় তাঁরা।

তাই শিখে নিন অ্যাপ বাইক বা নিজের পরিচিত কারোর বাইক বা স্কুটির পিছনে ঠিক কীভাবে বসা উচিত।

মেয়েরা বাইকের পিছনে একপাশে হয়ে মাঝে মাঝে বসে, যা বেশ ঝুঁকির।

উপকরণ দুধ আর চিনি

অ্যাপ বাইক আরোহীর স্পর্শ যাতে না লাগে অনেকেই ব্যাগ মাঝখানে রাখেন। এমনকী পার্স ও মোবাইলও হাতে রাখেন।

কিন্তু এগুলোর কোনওটাই ঠিক নয়। তাহলে মেয়েদের কীভাবে বসা উচিত জেনে নিন।

বাইকের পিছনে সবসময় দুটি পা দুপাশে দিয়ে বসা উচিত। এতে আরোহীর যেমন চালাতে সুবিধা হবে আর আপনিও সুরক্ষিত থাকবেন। 

বাইকের পিছনে বসার সময় শাড়ি বা গাউন অথবা টাইট কোনও পোশাক পরবেন না।

সালোয়ার, জিন্স-কুর্তি বা জিন্স-টপ এই ধরনের পোশাক পরা উচিত। হেলমেট সবসময় পরে থাকবেন।

হাতে মোবাইল-পার্স রাখা যাবে না। ব্যাগ ভালভাবে ঝুলিয়ে রাখতে হবে। ব্যাকপ্যাক হলে ভাল হয়।  

একহাতে সিটের নীচটা শক্ত ভাবে ধরে রাখতে হবে। আরেক হাত ফ্রি রাখতে হবে তবে বিপদের সময় চালককে ধরে ভারসাম্য বজায় রাখতে পারেন বা সবসময় তাঁর কাঁধ ধরে রাখতে পারেন।