30 November 2023

BY- Aajtak Bangla

নম্বর সেভ না করেও হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো যায়, রইল ট্রিকস

হোয়াটসঅ্যাপ খুবই পরিচিত একটি অ্যাপ। যা প্রায় প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকেন।

কিন্তু এই অ্যাপের একটি সমস্যা হল নম্বর সেভ না করে কোনওভাবেই চ্যাট করা যায় না।

এবার সেই সমস্যারও সমাধান রেডি, এই উপায়ে করুন চ্যাট।

প্রথমে চ্যাট সেকশনে গিয়ে নিউ চ্যাটে ক্লিক করুন এবং যে নম্বরের সঙ্গে চ্যাট করতে চান তার নম্বর লিখুন।

নম্বর টাইপ করলেই নীচে অ্যাকাউন্ট দেখালে তাতে ক্লিক করে চ্যাট করতে পারেন।

আবার নম্বরটিকে টাইপ করে সেটা নিজের নম্বরেও পাঠিয়ে নিতে পারেন।

পরে আপনার চ্যাটে গিয়ে সেখান থেকে ক্লিক করে চ্যাট করতে পারেন।

এই দুই উপায়ে আপনি কোনও অচেনা নম্বরকে সেভ না করেও চ্যাট করতে পারেন।