17 May, 2024
BY- Aajtak Bangla
ফল হোক কিংবা সবজি সব ক্ষেত্রেই এখনও মা, কাকিমাদের একমাত্র ভরসা বটি।
কিন্তু দীর্ঘদিন ধরে সবজি কাটতে কাটতে বটির ধার কমে যায়। তখন কুটনো কাটতে খুব সমস্যা হয়।
সব সময় বাজারে গিয়ে বটি ধার দিয়ে আনা সম্ভব হয় না। বাজারে ধার দিতে গেলেই বেকার অনেক টাকার জলাঞ্জলি। শুধু তা নয়, যে কাজ বাড়িতে বিনা খরচে হয়, তা বাইরে গিয়ে করাবেন কেন?
তাই এমন একটি উপায় জেনে রাখুন যাতে সময় এবং টাকা দুটোই সাশ্রয় করবে।
বাড়িতে থাকা একটি স্টিলের চামচই মুশকিল আসান হবে।
প্রথমে বটিটা শুইয়ে নিন এবং চামচের পিছনের অংশটিকে একটু ব্যাঁকা করে ধরে ভাল করে ঘষতে থাকুন।
কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন বটির হারিয়ে যাওয়া ধার ফিরে আসবে।
আপনার বাড়িতেও যদি পুরনো বটি থেকে থাকে এবং সবজি কাটতে অসুবিধা হয়ে থাকে তাহলে এই উপায়টি করে দেখুন, ফল পাবেন একশো শতাংশ।