BY- Aajtak Bangla
29th October, 2024
প্রেম হোক বা দাম্পত্য, কমবেশি ঝগড়া সকলেরই হয়ে থাকে। কিন্তু দুজনেই যদি রাগ পুষে রাখেন তাহলে সম্পর্কের গাড়ি এগোবে না।
আর এতে আরও মান-অভিমান বাড়বে। যেটা একেবারেই কাম্য নয়।
তাই যত যা কিছুই হোক না কেন, দু’জনের মধ্যে কেউ অন্তত প্রিয় মানুষটির রাগ ভাঙানোর চেষ্টা করুন। তহলে সম্পর্ক আরও মজবুত হবে।
তাহলে কীভাবে রাগ ভাঙাবেন প্রিয় মানুষের আসুন সেই টেকনিকটা শিখে নিন।
সঙ্গীকে ওই মুহূর্তে কিছু না বলে একটু সময় দিন। একটু আলাদা থাকুন। দেখবেন মাথা ঠান্ডা হলে আবার সব আগের মতো হয়ে যাবে।
এই একটি শব্দই অনেক সমস্যার সমাধান করতে পারে। আপনি নিজের ইগোকে দূরে সরিয়ে সঙ্গীকে সরি বলুন।
ছোট হলেও কিছু গিফট দেওয়ার চেষ্টা করুন। ফুল বা চকলেট দিয়েও তার রাগ ভাঙাতে পারেন।
একটু পুরোনো দিনের পন্থা অবলম্বন করে ফোনে নয় বরং চিঠিতে সরি বলে, বা মনের কথা প্রকাশ করে প্রিয় মানুষকে চমকে দিতে পারেন।
প্রিয়জনের রাগ ভাঙানোর সবচেয়ে সুন্দর একটি উপায় হলো আলিঙ্গন করা। এভাবে ভালবাসা প্রকাশ করতে পারেন। আবেগঘন মুহূর্ত কিন্তু সব কিছু ভুলিয়ে দিতে পারে।
সম্পর্কে বোঝাপড়া থাকা জরুরি। প্রিয় মানুষকে বোঝান যে কেন আপনাদের ঝামেলা হচ্ছে। তা মেটানোর চেষ্টা করুন।