BY- Aajtak Bangla
3rd August, 2024
যে কোনও বয়সেই পাকা চুল হতে পারে। পাকা চুল হওয়ার নির্দিষ্ট কোনও বয়স নেই।
আর এই পাকা চুল লোকাতে অনেকেই চুলে কলপ-রং করে থাকেন।
কিন্তু সেটা সাময়িক সময়ের জন্য চুলকে কালো করে, তারপর আবার সাদা চুল বেড়িয়ে পড়ে।
এই সাদা চুলের সমস্যা থেকে স্থায়ীভাবে সমাধান অনেকেই চান। লঙ্কা, আদা-রসুন বাটা।
কিন্তু কিছুতেই এই সাদা চুলের সমস্যা মেটে না। তাহলে উপায় কী?
আপনার হাতের কাছেই রয়েছে এর সমাধান আর এর জন্য কোনও টাকাও খরচ করতে হবে না।
নারকেল তেল ও কারিপাতা। এই দুই জিনিসেই আপনি কালো চুল পাবেন আজীবন।
তাহলে করতে কী হবে? প্রথমেই নারকেল তেল পাত্রে ঢেলে নিন।
এরপর বাড়ির সামনের ঝোপঝাড় থেকে কারিপাতা তুলে আনুন বেশ কয়েকটি।
তেলের মধ্যে এই পাতা দিয়ে ফোটান বেশ কিছুক্ষণ। তেল কালো হয়ে এলে তবেই গ্যাস অফ করুন।
ঠান্ডা করে কাঁচের জারে রাখুন। এবার এই তেল নিয়মিত মাথায় মাখলে পাকা চুল আর থাকবে না।