24 April 2025

BY- Aajtak Bangla

ইংরেজিতে ফটাফট কথা বলতে চান? রইল সহজ ট্রিকস

ইংরেজিতে কথা বলতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তবে বেশ কয়েকটা সহজ নিয়ম মানলে আপনিও সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন।

প্রতিদিন ইংরেজি পড়ুন। সেটা বই হতে পারে আবার খবরের কাগজও।

ইংরেজিতে কথা বলতে ভয় করবেন না। মনে রাখবেন, ইংরেজি বলা শুরু করলে তবেই আত্মবিশ্বাস পাবেন। তাই কথা বলুন।

পরিবারের সদস্য বা বন্ধু বান্ধবদের সঙ্গে ইংরেজি কথা বলুন। যাতে ভুল হলে তারা ধরিয়ে দিতে পারে।

যে জায়গাগুলো বুঝতে পারছেন না, সেজন্য কোনও এক্সপার্টের সঙ্গে আলোচনা করুন।

ইংরেজি সিনেমা দেখুন। সাব টাইটেলের সঙ্গে। তাহলে বলা ও পড়া দুটোই হবে।

প্রতিদিন ছোটো ছোটো বাক্য গঠন করুন। চেষ্টা করুন ১০০ থেকে ১৫০ শব্দের প্রতিবেদন লেখার। 

ইংরেজি কথা বলার ক্ষেত্রে শব্দ খুঁজে পাই না আমরা। সেজন্য শব্দ ভাণ্ডার বাড়ান। সেজন্য অচেনা শব্দ দেখলেই খাতায় তা লিখে রাখতে পারেন।

তবে ধৈর্য হারালে চলবে না। ছোটো ছোটো করে এগোন। তাহলে কয়েক মাসের মধ্যে বলতে শুরু করবেন ইরেজি।