BY- Aajtak Bangla
22 June 2024
বার্ড ফ্লু-এর সংক্রমণ ফের বাড়ছে। এ দেশে এই নিয়ে আক্রান্ত দু’জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, পশ্চিমবঙ্গে বছর চারেকের এক শিশুর শরীরেও পাওয়া গিয়েছে ভাইরাসের স্ট্রেন।
একটি ভাল মুরগির ক্রেস্ট এবং ফুলকাগুলি পরিষ্কার, চকচকে এবং উজ্জ্বল লাল রঙের হয়।
পালকগুলি ঝরঝরে এবং চকচকে থাকবে।
সুস্থ মুরগি নিয়মিত এবং সমান বিরতিতে খাবার ও জল খায়।
পা সমান, চকচকে, পরিষ্কার থাকবে।
ওজন কমে যাওয়া এবং মুরগির অলসতা ও হতাশাগ্রস্ত হওয়া অসুস্থ স্বাস্থ্যের লক্ষণ।
যেসব মুরগির নোংরা এবং চামড়ায় ফোলাভাব আছে বা পা ফোলা আছে তাহলে বুঝতে হবে যে মুরগি অসুস্থ।
মুরগির তৃষ্ণা বেশি লাগলে বা অনিয়মিত খাদ্য গ্রহণ শুরু করলে বা খাওয়া কমিয়ে দিলে বা খাওয়া বন্ধ করে দিলে তা রোগের লক্ষণ।
শরীরের তাপমাত্রা কম বা বেশি হওয়াও মুরগির অসুস্থতার লক্ষণ হতে পারে।